ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
সংবাদ শিরোনাম :

বিদেশী সাংবাদিকদের সাথে জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

আলোর জগত ডেস্ক :    বিভিন্ন দেশ থেকে আসা খ্যাতিমান লেখক, সাংবাদিক ও সাহিত্যিক সোমবার জাতীয় প্রেস ক্লাব পরিদর্শন করেন। এ সময় তারা প্রেস ক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ে মিলিত হন। প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশসহ সারাবিশ্বের গণমাধ্যমের বিদ্যমান পরিস্থিতি, সাংবাদিকতার অবস্থা ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন সফররত সাংবাদিক প্রতিনিধি দল ও প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক প্রতিনিধি দলের সদস্যরা বিশ্বের গণমাধ্যমে বিদ্যমান পরিস্থিতি, সাংবাদিকতার অবস্থা ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।
আলোচনায় অংশ নেন ক্লাবের সাবেক সভাপতি হাসান শাহরিয়ার, রিয়াজউদ্দিন আহমেদ ও মুহম্মদ শফিকুর রহমান এমপি, সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, ক্লাবের সিনিয়র সহসভাপতি ওমর ফারুক। মঞ্চে উপস্থিত ছিলেন বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক শফিকুল করিম সাবু, সুভাষ চন্দ বাদল, ক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলম, সিনিয়র সাংবাদিক অজিত কুমার সরকার প্রমুখ। প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শ্যামল দত্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন।

যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, মিসর, ফিলিপাইন, ভারত, শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত, ভুটান, নাইরেজিয়া, বাহরাইন, ব্রাজিলসহ ২৪টি দেশের ৪৮ জন সাংবাদিক-সাহিত্যিক এ প্রতিনিধি দলে ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ভিজিট বাংলাদেশ’ প্রোগ্রামের আমন্ত্রণে একই মন্ত্রণালয়ের এপটারনাল পাবলিসিটি উইংয়ের ব্যবস্থাপনায় এই লেখক-সাংবাদিকরা ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসেন। ১৯ এপ্রিল তারা দেশে ফিরে যাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসার চেক হস্তান্ত, সাবেক এম পি নুরুল আমিন রুহুল

বিদেশী সাংবাদিকদের সাথে জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

আপডেট টাইম : ০২:০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯

আলোর জগত ডেস্ক :    বিভিন্ন দেশ থেকে আসা খ্যাতিমান লেখক, সাংবাদিক ও সাহিত্যিক সোমবার জাতীয় প্রেস ক্লাব পরিদর্শন করেন। এ সময় তারা প্রেস ক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ে মিলিত হন। প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশসহ সারাবিশ্বের গণমাধ্যমের বিদ্যমান পরিস্থিতি, সাংবাদিকতার অবস্থা ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন সফররত সাংবাদিক প্রতিনিধি দল ও প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক প্রতিনিধি দলের সদস্যরা বিশ্বের গণমাধ্যমে বিদ্যমান পরিস্থিতি, সাংবাদিকতার অবস্থা ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।
আলোচনায় অংশ নেন ক্লাবের সাবেক সভাপতি হাসান শাহরিয়ার, রিয়াজউদ্দিন আহমেদ ও মুহম্মদ শফিকুর রহমান এমপি, সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, ক্লাবের সিনিয়র সহসভাপতি ওমর ফারুক। মঞ্চে উপস্থিত ছিলেন বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক শফিকুল করিম সাবু, সুভাষ চন্দ বাদল, ক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলম, সিনিয়র সাংবাদিক অজিত কুমার সরকার প্রমুখ। প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শ্যামল দত্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন।

যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, মিসর, ফিলিপাইন, ভারত, শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত, ভুটান, নাইরেজিয়া, বাহরাইন, ব্রাজিলসহ ২৪টি দেশের ৪৮ জন সাংবাদিক-সাহিত্যিক এ প্রতিনিধি দলে ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ভিজিট বাংলাদেশ’ প্রোগ্রামের আমন্ত্রণে একই মন্ত্রণালয়ের এপটারনাল পাবলিসিটি উইংয়ের ব্যবস্থাপনায় এই লেখক-সাংবাদিকরা ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসেন। ১৯ এপ্রিল তারা দেশে ফিরে যাবেন।